ইনকাম ট্যাক্সের অ্যাক্ট সেকশন 80D-র মাধ্যমে সকল করদাতা নিজের কিংবা নিজের পরিবারের হেল্থ ইন্সুরেন্স ও হেল্থ চেক-আপ করিয়ে ইনকাম ট্যাক্সের উপর ছাড় দাবি করতে পারেন। এই প্রথম বার, ইনকাম ট্যাক্সের অ্যাক্ট সেকশন 80D-র মাধ্যমে সকল করদাতা নিজের কিংবা নিজের পরিবারের হেল্থ চেক-আপ করিয়ে ইনকাম ট্যাক্সের উপর ৫০০০ টাকা পর্যন্ত ছাড় দাবি করতে পারেন।এই 80D-র মাধ্যমে আপনি হেল্থ ইন্সুরেন্স প্রিমিয়াম গুলির উপর ও ছাড় দাবি করতে পারেন।
কাদের ক্ষেত্রে প্রযোজ্য | কত টাকা ছাড় পাওয়া যাবে | হেলথ চেক-আপ সমেত | মোট ছাড় |
---|---|---|---|
নিজে এবং নিজের পরিবার | Rs 25,000 | Rs 5,000 | Rs 25,000 |
নিজে, নিজের পরিবার এবং পিতা-মাতা | Rs (25,000 + 25,000)= Rs 50,000 | Rs 5,000 | Rs 55,000 |
নিজে, নিজের পরিবার এবং সিনিয়র সিটিজেন পিতা-মাতা | Rs (25,000 + 30,000)= Rs 55,000 | Rs 5,000 | Rs 60,000 |
নিজে (সিনিয়র সিটিজেন), নিজের পরিবার এবং সিনিয়র সিটিজেন পিতা-মাতা | Rs (30,000+ 30,000)= Rs 60,000 | Rs 5,000 | Rs 65,000 |
কত টাকা ছাড় পাওয়া যাবে | Rs 25,000 |
হেলথ চেক-আপ সমেত | Rs 5,000 |
মোট ছাড় | Rs 25,000 |
কত টাকা ছাড় পাওয়া যাবে | Rs (25,000 + 25,000)= Rs 50,000 |
হেলথ চেক-আপ সমেত | Rs 5,000 |
মোট ছাড় | Rs 55,000 |
কত টাকা ছাড় পাওয়া যাবে | Rs (25,000 + 30,000)= Rs 55,000 |
হেলথ চেক-আপ সমেত | Rs 5,000 |
মোট ছাড় | Rs 60,000 |
কত টাকা ছাড় পাওয়া যাবে | Rs (30,000+ 30,000)= Rs 60,000 |
হেলথ চেক-আপ সমেত | Rs 5,000 |
মোট ছাড় | Rs 65,000 |
সুরক্ষা ডায়াগনোসটিক্স-এ আছে বিভিন্নরকম হেলথ চেক-আপ প্যাকেজ। নিম্নলিখিত এই প্যাকেজগুলির যে কোনো একটি ব্যবহার করুন। ট্যাক্স ফাইল জমা দেওয়ার সময় টেস্টের বিলগুলিও জমা দিন এবং সেকশন 80D-তে ট্যাক্স বাঁচান।